সব

নতুনধারার দুঃস্থ্য ও শীতার্ত সেবা-বস্ত্র প্রদান সোমবার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 28th January 2019at 6:22 am
89 Views

মোমিন মেহেদীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে প্রতি বছরের মত এবারও দুঃস্থ্য ও শীতার্ত সেবা বস্ত্র প্রদান কর্মসূচী ২৮ জানুয়ারী সোমবার রাতে অনুষ্ঠিত হবে।

নতুনধারা বাংলাদেশ এনডিবির মিডিয়াসল সদস্য হরিদাস সরকার গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, অতিতের সকল রাজনৈতিক দলগুলোর চেয়ে ভিন্ন নতুনধারা বাংলাদেশ এনডিবির কর্মসূচী। যে কারনে তেলের দাম, বাড়ি ও গাড়ি ভাড়া বৃদ্ধি হলে যেমন নতুনধারা রাজপথ থেকেছে-প্রতিবাদ জানিয়েছে; তেমনি নিপু, ইতি, তনু সহ বিভিন্ন স্থানে ধর্ষণ বা হত্যার ঘটনায় অবিরত আন্দোলন করেছে। তথাকথিত সকল দল যখন ক্ষমতায় আসার আর থাকার চেষ্টায় অস্থিরতা তৈরি করছে; ছাত্র-যুব-জনতার রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি তখন নিবেদিত থেকে কাজ করছে মানবিক মূল্যবোধ ও শিক্ষা-সাহিত্য-সামাজিক ও অর্থনৈতিকভাবে মানুষের পরিবর্তনের জন্য।তারই ধারাবাহিকতায় আগামীকাল সোমবারের কর্মসূচী।

কর্মসূচী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, সিনিয়র যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসাইন ভূঁইয়া, শিক্ষা সম্পাদক আনোয়ার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

কর্মসূচীটি ৩৩ তোপখানা রোড থেকে শুরু হয়ে নিরব পথচলায় পল্টন, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির মিডিয়া সেল সদস্য। একই সাথে জানানো হয়েছে যে কোন নাগরিক এই কর্মসূচীতে সরাসরি অংশ নিতে পারবে, বিকাশের মাধ্যমে কোন সহৃদয়বান সহযোগিতা করতে চাইলে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে করতে পারবেন।


সর্বশেষ খবর