অনৈতিক কাজে বাধা প্রদান করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
রনী আহম্মেদ কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধ কাজে বাধা প্রদান করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
এ মিথ্যা মামলার বিরুদ্ধে জেলা প্রশাসক গোপালগঞ্জ ও পুলিশ সুপার গোপালগঞ্জ বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।
অভিযোগের বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- কোটালীপাড়া উপজেলার গোয়ালংক গ্রামে বসবাসরত স্বামী পরিত্যাক্তা লাইলী বেগম, স্বামী- হান্নান গাজী, গ্রাম- গেমাডাঙ্গা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ দীর্ঘ প্রায় ২২ বছর যাবৎ বাপেরবাড়ী কোটালীপাড়ায় থাকিয়া দেহ ব্যবসা হতে শুরু করে বিভিন্ন প্রকার অনৈতিক কাজের সাথে লিপ্ত ছিল। তাহার ছেলে দেলোয়ার গাজী মামার বাড়ী থেকে মাদক সম্রাট হিসাবে পরিচিতি পায়। কোটালীপাড়া থানায় তার নামে একটি মাদক মামলা রয়েছে এবং বর্তমানে সে মাদক মামলায় পলাতক। লাইলী বেগমের নাতনী রিপা খানমও একজন মাদক সম্রাজ্ঞী ও দেহ ব্যবসায়ী। বিভিন্ন সময় বিভিন্ন এলাকা হতে অপরিচিত লোকজন দিনে রাতে তাহার ঘরে আসা যাওয়া করে। এমন কি তার ব্যবসায় ক্ষতি হয় বলে বাড়ীর একটি কুকুর ছিল তাকে বিষ পান করিয়ে মেরে ফেলে। তার এ ধরনের অনৈতিক কাজের কারনে গ্রামে কয়েক দফা শালিস বৈঠক হলে ভালো হয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও কোন পরিবর্তন হয়নি। এরই অংশ হিসাবে গত ১৪/০১/২০১৯ তারিখে টুঙ্গিপাড়া উপজেলার কাশেম নামে এক ব্যক্তি রিপা খানম এর সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। এমতাবস্থায় এলাকার লোকজন তাকে হাতে নাতে ধরে ফেলে। এলাকার লোকজন রিপাকে গালিগালাজ করে ও কাশেম কে মারতে উদ্বত হয়।
তিনি কাশেম বলেন- যে আমি রিপাকে বিবাহ করিব। এতে লাইলী বেগম এলাকার মানুষের উপর ক্ষুব্ধ হয়ে রিপাকে বাদী করে অমিত সহ ৪জন কে আসামী করে গোপালগঞ্জ আদালতে ১৫/০১/১৯ তারিখে একটি মিথ্যা মামলা দায়ের করে, মামলা নং- ১৬/১৯।
তাদের এ ধরনের অনৈতিক কার্যক্রমে অত্র অঞ্চল তথা যুবসমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের এ ধরনের কার্যকলাপ কে ধিক্কার জানিয়ে সকল প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহন করার লক্ষ্যে প্রতিবাদ সরুপ গণস্বাক্ষর প্রদান করেন। এলাকার লোকজনের দাবি ভবিষ্যতে যাহাতে এ ধরনের অনৈতিক কাজকর্ম সংগঠিত হইতে না পারে তাহার জন্য সরকার তথা প্রশাসনকে এগিয়ে আসার জন্য আহবান জানান।