সব

শেরপুরের শ্রীবরদী সন্ত্রাসী হামলায় শিক্ষক ও ছাত্রসহ ৪ জন আহত হয়েছে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 28th January 2019at 6:38 am
85 Views

ফারুক হোসেন (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় শিক্ষক ও ছাত্রসহ ৪ জন আহত হয়েছে।

রোববার (২৭ জানুয়ারী) দুপুরে নিজেদের আধিপত্য নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের এএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে আগে থেকেই স্থানীয় যুবক জুলকার আলীর সাথে সোহেলের দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে ওই অনুষ্ঠানের আয়োজক দশম শ্রেণীর ছাত্র মেহেদীর আমন্ত্রনে জুলকার আলী বিদায় অনুষ্ঠানে যায়।
এ সময় সোহেল ও তার সঙ্গীরা লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা করে। এতে জুলকার আলী কৌশলে পালিয়ে যায়। মেহেদী আত্মরক্ষার জন্যে দৌড়ে ওই বিদ্যালয়ের লাইব্রেরীতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেই গিয়ে হামলা করে।
এ সময় শিক্ষকরা বাঁধা দিলে হামলাকারীদের আক্রমণে মেহেদী, শিক্ষক শফিকুল ইসলাম, আনোয়ারসহ ৪জন আহত হয়। ছাত্র ছাত্রীরা হামলাকারীদের ভয়ে অনুষ্ঠানস্থল থেকে দুরে সরে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান বলেন, হামলাকারীরা শিক্ষকদের ওপরও হামলা করেছে। এতে কয়েকজন শিক্ষকও আহত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ব্যাপারে তদন্ত চলছে।


সর্বশেষ খবর