দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান দুর্জয়ের
কামরুল হাসান খান (মানিকগঞ্জ): দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানিয়েছেন-জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,বিসিবি’র পরিচালক,মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়।
সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ শিবালয়ের দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য কালে উপস্থিত নেতাকর্মী সমর্থক ও সাধারন ভোটারদের প্রতি এ আহবান জানান।
উপজেলা আ’লীগের সভাপতি রেজাউর রহমান জানু’র সভাপতিত্বে এসময় জেলা পরিষদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন,অ্যাডভোকেট মেহের উদ্দিন,যুগ্ম- সাধারন সম্পাদক বাদরুল ইসলাম বাবলু,সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোহাম্মদ আআলী আকবর,আমিরুল ইসলাম মট্টু,জেলা পরিষদ ও জেলা আ’লীগের সদস্য মাহাবুবুর রহমান জনি,উপজেলা আ’লীগের সহ-সভাপতি বিকাশ সাহা,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো:রফিকুল ইসলাম চৌধুরী রানসহ সকল পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে দুর্জয় বলেন, জননেত্রী শেখ হাসিনার আদলেই উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। এর ধারাবাহিকতা রক্ষায় এবং দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে নৌকার বিকল্প নেই।তাই জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূখী পরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনায় সকলের দোয়া কামনা করেন।
সভা শেষে আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ভোটের মাধ্যমে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ৩জন করে প্রাথমিক ভাবে তালিকা তেরী করা হয়। এর আগে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় যোগ দেন।