কোটালীপাড়ায় বঙ্গবন্ধু চেতনা সৈনিক সংঘের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা
রনী আহম্মেদ-কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধু চেতনা সৈনিক সংঘের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার উপজেলার বাগান উত্তরপাড় গ্রামে খানবাড়ী অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু চেতনা সৈনিক সংঘের সম্মানিত সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও সম্মানিত জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, বঙ্গবন্ধু চেতনা সৈনিক সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান মুকুল।
বঙ্গবন্ধু চেতনা সৈনিক সংঘের সাধারন সম্পাদক মনিরুজ্জামান (মনির) এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক ভরত চন্দ্র বালা, সহ-সভাপতি আঃ জলিল, কোষাধ্যক্ষ কোরআন আলী, সিনিয়র সদস্য জয়নাল ও জাকারিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগনের পাশে থেকে কল্যান সাধন করতে পারলেই আমাদের এ সংগঠন সার্থক হয়েছে বলে মনে করব।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত, বাইবেল ও গীতা পাঠের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ এক প্রীতিভোজে অংশগ্রহন করে।