সব

ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 3rd February 2019at 7:05 am
76 Views

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ‘সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ছাদেকুর রহমান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া,  সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, নিরাপদ খাদ্য উৎপাদন, সরবরাহ ও বাজারজাতরণে স্বচ্ছতা আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ খবর