সব

‘সামর্থ্যের পরীক্ষা দিতে হয়েছে’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 3rd February 2019at 11:25 am
76 Views

বিনোদন ডেস্কঃ সুপারহিরো চরিত্রে অভিনয় করতে গিয়ে শুটিংয়ের প্রতিদিনই নিজের সামর্থ্যের পরীক্ষা দিতে হয়েছে অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লারসনকে। এই চরিত্র করতে গিয়ে ভীষণ নাজেহালও হতে হয়েছিল তাকে। সেটা এতটাই যে শুটিংয়ের সময় তিনি বেশ কয়েকবার বমিও করেছেন।

‘ক্যাপ্টেন মার্ভেল’ অনেক শক্তিশালী চরিত্র। চরিত্রটা করতে গিয়ে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও আমাকে তার মতো হতে হয়েছে। ভীষণ কষ্টদায়ক অভিজ্ঞতা। শুটিংয়ের প্রতিদিনই আমাকে নিজের সামর্থ্যের পরীক্ষা দিতে হয়েছে। কতবার যে বমি করেছি তার হিসাব নেই,’ বলেন লারসন। অস্কারজয়ী অভিনেত্রী অবশ্য মনে করছেন, মার্চে মুক্তির পর দর্শকরা ‘ক্যাপ্টেন মার্ভেল’ পছন্দ করলে সব কষ্টই সার্থক হবে।
‘রুম’ মুভিতে অভিনয়ের সুবাদে অস্কার পেয়েছিলেন ব্রি লারসন।


সর্বশেষ খবর