দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্বির আহবান প্রধানমন্ত্রীর
স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সড়কে যে কোনো দুর্ঘটনা এড়াতে নাগরিক সচেতনতা খুব বেশি দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষাসহ সবদিক থেকে এগিয়ে যাচ্ছি আমরা। এগিয়ে যাওয়ার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করে যাছে।
শেখ হাসিনা বলেন, বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই কারও কাছে হাত পেতে নয়। চিন্তা করতে হবে অমরাও পারি। সেই চিন্তা-চেতনা নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, আসনু সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলি।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সড়কে যে কোনো দুর্ঘটনা এড়াতে নাগরিক সচেতনতা খুব বেশি দরকার বলে মন্তব্য করেছেন ।
প্রধানমন্ত্রী বলেন, সড়কে একটা দুর্ঘটনা ঘটলে আমরা আগে ড্রাইভারকে মারতে যাই, গাড়ি ভাঙচুর করি। কার দোষে দুর্ঘটনা ঘটলো সেটি দেখি না।
এক্ষেত্রে পথচারীদের সচেতন হওয়া দরকার। তারা যেন গাড়ির সামনে দিয়ে হঠাৎ করে দৌঁড় না দেয়। এক্ষেত্রে ট্রাফিকদেরও সচেতন হতে হবে।
এর আগে সকাল পৌনে ১১টায় ফ্লাইওভারটির একাংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর রাজধানীর অফিসার্স ক্লাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।