সব

ফাইনালে কুমিল্লা, যা বললেন ইমরুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 5th February 2019at 12:41 pm
FILED AS: খেলা
75 Views

খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটের জয় নিয়ে ফাইনালে ওঠে ইমরুলের দল।

ম্যাচ শেষে রবিবার সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, এ ধরনের উইকেটে ১৬৬ রান তাড়া করাটা কঠিন। আমাদের প্রথমদিকে কয়েকটি উইকেট পড়লে ম্যাচটা কঠিন হতে পারতো। সবাই দলগত হিসেবে খেলতে পারায় জয়টা সহজেই এসেছে।
আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আগামী ৮ ফেব্রুয়ারি ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ দ্বিতীয় কোয়ালিয়ারের জয়ী দল।


সর্বশেষ খবর