সব

নিউজিল্যান্ডে জয় কঠিন হলেও অসম্ভব নয়: মুশফিক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 5th February 2019at 12:44 pm
FILED AS: খেলা
78 Views

খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে টাইগার পেসাররা দারুণ ছন্দে রয়েছেন। যদিও টুর্নামেন্টর সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন আহমেদ ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন। তবে মাশরাফি, আবু জায়েদ, সাইফুদ্দিনরা নিজেদের সেরা ছন্দেই রয়েছেন।

নিউজিল্যান্ড সিরিজটা বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপের আগে প্রস্তুতির সেরা মঞ্চ। চিটাগং ভাইকিংসের হয়ে খেলা বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম মনে করেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়টা কঠিন হলেও অসম্ভব কিছু নয়।
এলিমিনেটর পর্বে চিটাগং বিদায়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন কিন্তু আমরা দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম, যা আমাদের জেতা উচিত ছিলো। কারণ নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিলো, আমরা যদি আরও একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো। আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সে দিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’


সর্বশেষ খবর