সাভারে বাস উল্টে আহত ১২
স্টাফ রিপোর্টারঃ ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের হেমায়েতপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় জামাল ক্লিনিকে পাঠায়।
পুলিশ জানায়, দুপুরে সাভার থেকে যাত্রী নিয়ে ডি লিংক পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রীবাহী বাসটি হেমায়েতপুরে পৌঁছেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের ওপর পড়ে যায়।
এ দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান।