সব

মাইক্রোবাসের চাপায় ইত্তেফাক সাংবাদিকের কন্যা সন্তানের মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 5th February 2019at 2:10 pm
101 Views

 

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর উত্তরা ১০নং ব্রিজ সংলগ্ন এলাকায় শ্যুটিংয়ের একটি মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছে ১০ বছর বয়সী মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ফাইজা তাহসিনা সুচি। দৈনিক ইত্তেফাকের সাব-এডিটর ও জ্যোষ্ঠ সাংবাদিক ফাইজুল ইসলাম এর একমাত্র কন্যা সন্তান।

নিহত ফাইজা তাহসিনা সূচীর বাবা ফাইজুল ইসলাম জানান, সূচী সকালে পরীক্ষা দিতে স্কুলে যাচ্ছিল । রাস্তা পার হওয়ার সময় নাটকের শ্যুটিং এর একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো:চ ১৩-৪১৫৭) সূচীকে হত্যার উদ্দেশ্যে চাপা দেয়। তার মাথা উপর দিয়ে গাড়ী উঠে যাওয়ায় মাথা থেতলে যায়। পরে ঘটনা স্থলে থাকা লোকজন দ্রুত উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে মাইক্রোটি স্থানীয় জনগণ আটক করার পর টিভি অভিনেতা সহ গাড়ীতে থাকা বাকিরা পালিয়ে যায়।


সর্বশেষ খবর