সব

অনিয়মের সাথে আপোস নয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 6th February 2019at 7:38 pm
96 Views

 

অনলাইন ডেস্কঃ উপজেলা নির্বাচনকে ঘিরে কোন সহিংসতার ঘটনা যাতে না ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা । তিনি বলেন, যদি কোনো রিটার্নিং অফিসার মনে করেন যে তার পক্ষে উপজেলায় নির্বাচন করার পরিবেশ নেই, তাহলে তিনি সেটা বন্ধ করে দেয়ার সুপারিশ করবেন। কমিশন সেটা বন্ধ করে দিতে পারবে। কিন্তু নির্বাচনে কোন রকম অনিয়মের সাথে আপস করা যাবে না।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিটিউট (ইটিআই) ভবনে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। খবর: বাসস

তিনি বলেন, উপজেলা নির্বাচনের আগে, পরে এবং নির্বাচনের দিন যাতে কোন সহিংসতার ঘটনা না ঘটে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। মানুষ ভোট দেবে। ভোটারের পছন্দের প্রার্থী বিজয়ী হবে। প্রার্থী কোন দলের, কোন ধর্মের, কোন বর্ণের সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। ভোটার যাকে যোগ্য মনে করবেন তিনিই হবেন তাদের নির্বাচিত প্রার্থী।


সর্বশেষ খবর