ইসলামী ঐক্যজোটের সম্মেলনে যোগ দিবেন বেগম জিয়া
স্টাফ রিপোর্টারঃ ২০ দলীয় জোট শরিক ইসলামী ঐক্যজোট (একাংশ) সম্মেলনে যোগ দিবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে বৃহস্পতিবার আয়োজিত সম্মেলনে খালেদা জিয়ার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
গত ২০ জানুয়ার ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে ২০ দলীয় জোট থেকে বের হয়ে যায় একটি অংশ।
এরপর ওইদিনই ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা আবদুর রকিবের নেতৃত্বে আলাদা কমিটি করে বিএনপি জোটে থেকে যায় এই ইসলামি দল।
২০ দলের অংশ হওয়ায় এ সম্মেলনে যোগ দিবেন বিএনপি প্রধান বেগম জিয়া।