কোটালীপাড়ায় মেসার্স নাহিদ ট্রেডার্স সহ মোট ৪টি দোকানে চুরির ঘটনা ঘটেছে
রনি আহম্মেদ গোপালগঞ্জ (কোটালীপাড়া) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেসার্স নাহিদ ট্রেডার্স, ইদ্রিস শেখের মুদি দোকান, আলী নুর শেখের ইলেকট্রনিক্স দোকান ও সজিব শেখের হার্ডওয়ারীর দোকানে গত ১০/০২/২০১৯ তারিখ রবিবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
এলাকা বাসীর সূত্রে জানা যায় উপজেলার হিরণ গ্রামের দক্ষিণ হিরন বাজারে নাহিদ ট্রেডার্স এর রড, সিমেন্টের দোকান ও গোডাউনের তারা ভেঙ্গে ১২০ বস্তা সিমেন্ট ও নগদ ২,৫০,০০০/- টাকা, ইদ্রিস শেখের মুদি দোকান থেকে ৪০ বস্তা চাউল, ২ বস্তা আটা, ২ বস্তা ডাল, ২ বস্তা চিনি, সিগারেটসহ অন্যান্য মালামাল, আলী নুর শেখের ইলেকট্রনিক্স দোকান থেকে ১টি সনি ভিডিও ক্যামেরা ও নগদ ৩১,০০০/- টাকা, সজিব শেখের হার্ডওয়ারীর দোকান থেকে নগদ ৫,০০০/- টাকা ও হার্ডওয়ারী মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে নাহিদ ট্রেডার্সের মালিক মো: নাহিদ শেখের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন আমার দোকান ও পাশের আরো ৩টি দোকানের মালামাল ও টাকা মিলিয়ে প্রায় ৭,০০,০০০/- টাকার ক্ষতি হয়েছে।
এ প্রসঙ্গে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমাদের কোটালীপাড়া থানা পুলিশ ব্যাপারটি সঠিক তদন্ত করে চোরকে চিহ্নিত করে বিচারের আওয়তায় আনার দাবী জানাই।