ভাষার মাসে শহীদদের স্বরনে সেবকলীগের রক্তদান কর্মসূচী পালন
উত্তরা প্রতিনিধি: রাজধানীর উত্তরায় ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষে শহীদদের স্বরনে দিন ব্যাপী সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করেছে উত্তরা সেচ্ছা সেবকলীগ। গতকাল সোমবার উত্তরার ৩ নং সেক্টরস্থ ২ নং সড়কে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই কার্যক্রম পালন করা হয়।
উক্ত কর্মসূচী সকাল ১০ টায় সংগঠনের সহ-প্রচার সম্পাদক মো.মোস্তফা সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা সেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মাসুদ। সকাল সাড়ে ১০ টায় প্রথমে কর্মসূচির আয়োজক মোস্তফা সরদার নিজে রক্তদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে,চলে বিকেল পাঁচ টা নাগাদ।
এসময় সংগঠনের ১৫ জন সেচ্ছায় রক্ত দান করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনকে। সংগঠনটি নিয়মিত তাদের সেচ্ছা সেবা কার্যক্রম চালিয়ে আসছে। ভাষার মাস ফেব্রুয়ারী উপলক্ষ্যে তাদের আরও কয়েকটি সামাজিক জন সচেতনতা মুলক কার্যক্রম রয়েছে বলেও সাংবাদিকদের জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।