নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ২৯
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-: নড়াইলের ৪টি থানায় পুলিশের বিশেষ অভিযানে মোট ২৯ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নড়াইল সদর থানায় ৭ জন, নড়াইল লোহাগড়া থানায় ১১ জন, নড়াইলের কালিয়া থানায় ৪ জন ও নড়াগাতি থানায় ৬ জন। অপরদিকে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় ১ ডজন মামলার আসামিকে ১৫০ ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ডিবি পুলিশ নড়াইলের লোহাগাড়া থানার একাধিক মামলার পলাতক আসামি মোঃ শফিকুল ইসলাম (৪৫)। সে নড়াইল জেলার দুয়ামলি-কপুর (পশ্চিমপাড়া) গ্রামের মোঃ হান্নান শেখের ছেলে। নড়াইলের বাহিরপারা হইতে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেছে।
উক্ত অভিযান পরিচালনা করেন, এসআই তাহিদুর রহমান, এএসআই দুরন্ত আনিস, এএসআই রাজ্জাক, কনস্টেবল মুস্তাফিজসহ ডিবি পুলিশের একটি চৌকশ টিম।
ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের বাহিরপাড়া থেকে ১৫০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম জানান, নড়াইলের ৪টি থানার বিশেষ অভিযানে মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একাধিক মামলার আসামি রয়েছে বলেও তিনি জানান এবং পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।