সব

ইজতেমায় উস্কানিমূলক বক্তব্য নয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 13th February 2019at 11:09 pm
77 Views

 

অনলাইন ডেস্কঃ ৫৪তম বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের দু’পক্ষকে উস্কানিমূলক কোনো বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়ে বিশ্ব ইজতেমার সর্বশেষ প্রস্তুতি নিয়ে ফলোআপ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেছেন, আপনারা দয়া করে কেউ কারও বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলবেন না। বয়ানে কিংবা মাঠে উস্কানিমূলক কথা থেকে বিরত থাকবেন। এজন্য আপনাদের বিনীত অনুরোধ করছি।

তিনি বলেন, ইজতেমায় সাদা পোশাকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা বাহিনী আগের চেয়ে অনেক দক্ষ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত। ইজতেমার দু’পক্ষকে তাদের ৬ দফা ও ১০ দফা মেনে চলতে হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য উভয় পক্ষকে ধৈর্য ধরে সহনশীল আচরণ করতে হবে। এজন্য সবার সার্বিক সহযোগিতা চান মন্ত্রী।


সর্বশেষ খবর