ঐক্যফ্রন্টকে সংসদে আসার আহ্বান
ডেস্ক রিপোর্টঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের শপথ নিয়ে সংসদে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘যারা অল্প আসন পেয়ে অভিমান করে সংসদে আসছে না, এটা তাদের ভুল সিদ্ধান্ত। সংসদে আসলে তারা কথা বলার সুযোগ পাবে। সংসদ টিভি আছে, যা দেশের মানুষ দেখেন। এ সুযোগ তারা কেন হারাচ্ছেন- তা আমি জানি না।’ তিনি বলেন, ‘১০ বছরের উন্নয়নের সুফল জনগণ পেয়েছে। এ কারণে তারা নৌকা মার্কায় ভোট দিয়েছে।’
আজ বুধবার সংসদে প্রশ্নোত্তরে তিনি এ সব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ছোটবেলায় গ্রামে বেড়ে ওঠার স্মৃতিচারণ করে অবসর জীবনে গ্রামে থেকে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামের কাঁদামাটি মাখা পরিবেশে বড় হয়েছি।এখনো মনটা পড়ে থাকে গ্রামে। যখন অবসর নেবো, গ্রামেই থাকব।’ গ্রামের নির্মল বাতাস আর শহরের ইটকাঠের জীবনের পার্থক্য করে গ্রামকেই বসবাসের জন্য শ্রেষ্ঠ জায়গা মনে করছেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলীয় সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের উত্তরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘গত ৩০ ডিসেম্বর নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পাওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যাণ্ড, ফ্রান্স, রাশিয়া, জাপান এবং ওআইসির নেতৃবৃন্দসহ প্রায় সব গণতান্ত্রিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আমাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এ পর্যন্ত প্রায় ৯৭ টা দেশ জনগণকেও অভিনন্দন জানিয়েছেন।এসব বার্তা পেয়ে দেশবাসীর সঙ্গে আমিও গর্বিত ও আনন্দিত। বিশ্ব নেতৃবৃন্দ আমাদের সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে তারা বাংলাদেশকে সম্মানের দৃষ্টিতে দেখে। এছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সিদ্ধান্ত বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে যাবো। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করব।’