সব

ছোট দুর্নীতির বিনাশ হলে বড় দুর্নীতি বন্ধ হয়: দুদক চেয়ারম্যান

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 13th February 2019at 11:22 pm
92 Views

 

অনলাইন ডেস্কঃ দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ছোট দুর্নীতি অঙ্কুরে বিনাশ করা গেলে বড় দুর্নীতির পথ বন্ধ হয়। অন্যথায় ছোট দুর্নীতি একসময় মহীরুহে পরিণত হয়, যা সমাজকে বিপন্ন করে ফেলে। তখন ওই দুর্নীতি উপড়ে ফেলা দুরূহ হয়ে পড়ে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ইউএস ন্যাশনাল সেন্টার ফর স্টেট অব কোর্টসের টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট লকারির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, অর্থ পাচারের মাধ্যমে শুধু সন্ত্রাসে অর্থায়ন হয় না, বরং দেশের পুঁজি পাচার হচ্ছে। এটা দেশের অর্থনৈতিক বিকাশে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অর্থ পাচার প্রতিরোধে বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউটর ও সংশ্নিষ্ট বিচারকদের প্রশিক্ষণের আহ্বান জানিয়ে তিনি প্রতিনিধি দলের উদ্দেশে বলেন, শুধু যুক্তরাষ্ট্রে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে তা নয়, বরং তাদের দক্ষ ব্যক্তিদের বাংলাদেশে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়।

তিনি আরও বলেন, দুদকের প্রয়োজন জ্ঞানের যাতে পদ্ধতিগত উন্নয়ন ঘটানো যায়। এ সংস্থার সবচেয়ে বড় প্রয়োজন দেশি-বিদেশি জ্ঞানের মিশ্রণের।


সর্বশেষ খবর