সব

মিরাজের চোখে সিরিজ জয়ের আত্মবিশ্বাস

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 15th February 2019at 5:35 pm
FILED AS: খেলা
75 Views

 

অনলাইন ডেস্কঃ নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম ওয়ানডে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটেই একটি ম্যাচও জিততে পারেনি। কিন্তু অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ স্বপ্ন দেখছেন বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেবেন। মিরাজ বেশ আত্মবিশ্বাস নিয়েই এ স্বপ্ন দেখছেন। তাই শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিকে খুব গুরুত্ব দিচ্ছেন তিনি। কারণ ওই ম্যাচ হারলেই সিরিজ হবে হাতছাড়া।

সংবাদ মাধ্যমের কাছে বেশ আত্মবিশ্বাস নিয়েই মিরাজ বলেন, ‘একটি ম্যাচ হেরে গিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ জিতলে সিরিজ জিততে পারব। সে কারণেই কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এটি জিতলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাব।’

নিউজিল্যান্ডের মাটিতে ভালো করার একটা উপায়ও বাতলে দিয়েছেন মিরাজ। তবে সেটি ঠিকঠাক কাজে লাগাতে হবে, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা না। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি। আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। এখন টপ-অর্ডার যদি রান করে, প্রথম ১০ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার।’

এই সিরিজে বাংলাদেশ পাচ্ছে না ইনজুরি আক্রান্ত বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। তার অভাবে স্পিন আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। যদিও কিউইদের গতিময় উইকেটে স্পিনাররা তেমন কার্যকর নন। কিন্তু সাকিব থাকলে সব হিসাবই বদলে যেত সেটা মিরাজ মানেন। ‘দেশে খেললে স্পিনারদের ওপর নির্ভর করা হয়। বিদেশে পেসারদের ওপর। সাকিব ভাই থাকলে অবশ্য অন্য হিসাব। আত্মবিশ্বাস বেশি পেতাম। এখন এখানে আমাকে স্পিনারদের মূল ভূমিকাটা পালন করতে হচ্ছে। এখানে স্পিনারদের রোল হচ্ছে পেসারদের সাহায্য করা।’


সর্বশেষ খবর