সব

শর্টসার্কিট থেকে আগুন: স্বাস্থ্যমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 15th February 2019at 5:39 pm
96 Views

 

ডেস্ক রিপোর্টঃ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লেগেছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শুক্রবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা স্টোর রুমে ছড়িয়ে পড়ে।

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, দুটি ওয়ার্ড বাদে সব ওয়ার্ডে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের বেশকিছু হাসপাতাল আছে পুরনো। এগুলোর অগ্নিনির্বাপক ব্যবস্থা আধুনিকায়ন করা প্রয়োজন। আমরা সব হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা পর্যালোচনা করে দেখব।

এদিকে আগুন লাগার ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক উত্তম কুমার বলেন, পুলিশ, র‌্যাব ও স্থানীয়দের সহায়তায় আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই প্রায় সাড়ে ১১শ রোগীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। আর আইসিইউতে থাকা ১০ জনকে ঢাকা মেডিকেল ও অন্য হাসপাতালে ভর্তি পাঠানো হয়।


সর্বশেষ খবর