‘এ বন্ধন কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো যাবে না’
অনলাইন ডেস্কঃ শুক্রবার কলকাতায় শুরু হলো বাংলাদেশের চললচ্চিত্র নিয়ে চার দিনের ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন-২ মিলনায়তনে দ্বিতীয়বারের মতো শুরু হলো এ আয়োজন। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এই উৎসব উদ্বোধন করেছেন। উদ্বোধনী মঞ্চে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিখ্যাত সব লোকেরা উপস্থিত ছিলেন।
উৎসব শুরুর দিনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে তৈরি বাংলা ছবির বাজারকে আরও বিস্তৃত করা এবং বাংলা ছবিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান উপস্থিত বক্তরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব, আইসিসিআর দিল্লির মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস। বিশেষ অতিথি হিসেবে কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ উপস্থিত হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান।
আরও উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান এবং ফেরদৌস। উদ্বোধনী মঞ্চে মক্তব্য রাখেন এ দুই তারকা। বক্তব্যে জয়া আহসান বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে যে সংস্কৃতির সেতুন বন্ধন তৈরি হয়েছে সেটা অনেক গুরুত্ব রাখে। এ বন্ধন কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো যাবে না’। চিত্রনায়ক ফেরদৌসও জানান একই কথা। চলচ্চিত্রের মাধ্যমে তিনি দুইদেশের মানুষের বিভেদ দূর করার আহবান জানান।