সব

৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষঃ ৬ ঘন্টায় মাঠ খালি করার নির্দেশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 16th February 2019at 3:11 pm
105 Views

 

স্টাফ রিপোর্টারঃ টঙ্গীর তুরাগ নদীর তীরে চলা ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এজন্য প্রথম পর্বের অনুসারীদের ইজতেমা ময়দান খালি করার জন্য ৬ ঘণ্টা সময় বেধে দিয়েছে প্রশাসন। অর্থাৎ বিকেল ৫টার মধ্যেই ইজতেমা ময়দান খালি করতে হবে।

এ বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে জানান, বিকেল ৫টার মধ্যে ইজতেমা ময়দান খালি করতে হবে এবং সে ব্যাপারে জোবায়ের পন্থীরা খালি করার সকল প্রক্রিয়া শুরু।

তিনি বলেন, ‘তাবলীগের দুই পক্ষকেই আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম যাতে কোনো পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করে বক্তব্য না দেন। এক গ্রুপ আরেক গ্রুপকে নিয়ে যাকে কটাক্ষ না করেন। সেই অনুযায়ী মাওলানা জোবায়ের অনুসারীরা বয়ান এবং ইজতেমার অভ্যন্তরে প্রতিপক্ষ গ্রুপকে কটাক্ষ বা উসকানিমূলক কোনো কথা বলেননি। আশা করছি পরে যারা ইজতেমা পরিচালনা করবেন তাও নির্দেশনাগুলো মেনেই ইজতেমা শেষ করবেন।’


সর্বশেষ খবর