পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে রাশিয়ার প্রেসিডেন্ট এর শোক
অনলাইন ডেস্কঃ পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান। খবর বাসসের
পুতিন বলেন, ‘ঢাকায় এক অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর মিলারও পুরান ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের এ ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।