সব

টেকসই উন্নয়নে জীবনব্যাপী শিক্ষাকে গুরুত্ব দিতে হবে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 22nd February 2019at 9:19 pm
90 Views

 

অনলাইন ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একুশ শতকের উন্নয়নের মূল চালিকাশক্তি হলো জীবনব্যাপী শিক্ষা। শিক্ষা প্রদ্ধতিতে জীবনব্যাপী শিক্ষাকে অবিচ্ছেদ্য অংশ করতে হবে। টেকসই উন্নয়নের জন্য জীবনব্যাপী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

শুক্রবার রাজধানীর আহ্‌ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ‘লাইফ লং লার্নিং ইন ডেভেলপিং কান্ট্রিজ উইথ স্পেশাল রেফারেন্স টু বাংলাদেশ’ শিরোনামের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জীবনব্যাপী শিক্ষার শুরু হয় জন্ম থেকে এবং এই শিক্ষা চলতে থাকে মৃত্যু পর্যন্ত। এটাই হলো লাইফ লং লার্নিং বা জীবনব্যাপী শিক্ষা। এই শিক্ষা বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় সেক্টর এবং এটা দ্রুত বর্ধিত হচ্ছে।

ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা আহ্‌ছানিয়া মিশনের বাংলাদেশ ইনস্টিটিউট অব লাইফ লং লানিং (বিল)-এর উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনির্ভাসিটি অব কোপেন হেগেন’র (ডেনমার্ক) প্রফেসর এন্ডার্স হোল্ম এবং ইউনেস্কো ঢাকা অফিসের অফিসার ইনচার্জ সান লি। সভাপতিত্ব করেন ঢাকা আহ্‌ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম।


সর্বশেষ খবর