চকবাজারে অগ্নিকান্ডে শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 23rd February 2019at 5:16 pm
FILED AS: আন্তর্জাতিক
67 Views
ডেস্ক রিপোর্টঃ রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।
নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, নির্মম এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইলো গভীর সমবেদনা। সেইসঙ্গে ২০ ফেব্রুয়ারি সেই ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জাতিসংঘ মহাসচিব চিঠিতে অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে তিনি যেকোনো ধরনের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন।