সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় কোহলি
ডেস্ক রিপোর্টঃ কাশ্মীর হামলার জেরে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জনের চিন্তাভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাবেক ক্রিকেটার এবং সমর্থকদের মাঝ থেকে ম্যাচ বাতিলের জোর দাবি উঠেছে। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের সরকার ওপর ছেড়ে দিয়েছে বিসিসিআই। আর মিডিয়ার সামনে অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, সরকার এবং বোর্ড যে সিদ্ধান্ত দেবে সেটাই তারা মেনে নেবেন।
ভারতীয় অধিনায়কের ভাষায়, ‘আমাদের অবস্থান পরিষ্কার। জাতি যা করতে বলবে এবং বিসিসিআই যে সিদ্ধান্ত দেবে, সেটাই আসলে আমাদের (দল) মত। সরকার এবং বোর্ড যে সিদ্ধান্ত দেবে, আমরা তা মেনে চলব এবং সম্মান জানাব। আর এ ব্যাপারে (বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা না খেলা) এটাই আমাদের অবস্থান।