সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন-রোটারী সম্মেলন উদ্বোধনকালে প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রোটারীয়ানদের কল্যানধর্মী কর্মসূচী বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনজন মন্ত্রী এবং রোটারী নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি গতকাল শুক্রবার সকালে ঢাকার বিআইসিসি মিলনায়তনে রোটারী ইন্টারন্যাশনাল জেলা-৩২৮১ এর জাতীয় সম্মেলনে উদ্বোধনকালে এ আহবান জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক রোটারী প্রেসিডেন্ট এর প্রতিনিধি ড.গীরিশ গোবিন্দ গুণ, রোটারীর জেলা গভর্ণর এএফএম আলমগীর, গভর্ণর নির্বাচিত খায়রুল আলম, গভর্ণর নমিনি মো. রুবাইয়াত হোসেন, গভর্ণর এনডি মুতাসিম বিল্লাহ ফারুকী, সম্মেলন সভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী, জেলা সেক্রেটারী ইকবাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে তিন জন রোটারীয়ান মন্ত্রীকে সম¦র্ধনা প্রদান করা হয়। তারা হচ্ছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, বানিজ্য মন্ত্রী টিপু মুনশী এবং ত্রান ও পুনর্বাসন প্রতিমন্ত্রী এনামুর রহমান।
প্রধান বিচারপতি বলেন, বিশে^র নেতৃস্থানীয় সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে আর্ত মানবতার সেবায় রোটারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা,স্বাস্থ্যসহ বিভিন্নক্ষেত্রে রোটারীর ভূমিকা নিংসন্দেহে প্রশংসনীয়।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে দেশ- বিদেশী রোটারী নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তারা দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত রোটারী প্রজেক্টসমূহ সম্মেলনে উপস্থাপন করেন এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা পেশ করেন। এতে সারাদেশ থেকে রোটারী নেতৃবৃন্দ যোগ দেন।