কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ভেনিজুয়েলা
ডেস্ক রিপোর্টঃ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কলম্বিয়ার সঙ্গে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে দেশটির কূটনীতিকদের ভেনিজুয়েলা ত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন তিনি।
রাজধানী কারাকাসে শনিবার মাদুরো এক জনসমাবেশের বলেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপে সহযোগিতা করার কারণে কলম্বিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
উল্লেখ্য, কলম্বিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ গত কয়েক সপ্তাহ ধরে আটকে আছে। মাদুরোর অভিযোগ যুক্তরাষ্ট্র এসব লোক দেখানো ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটাবে। মাদুরো এসব ত্রাণ কোন ভাবেই ভেনিজুয়েলাতে প্রবেশ করতে পারবে না বলে প্রতিজ্ঞা করেছে।
অন্যদিকে দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো জানিয়েছে, যে কোন প্রকারে কলম্বিয়া সীমান্ত দিয়ে ত্রাণ ঢোকাবে। এনিয়ে কলম্বিয়া সিমান্তে ভয়াবহ সংঘর্ষও বাধে।