নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে বিক্রি গুঞ্জন উড়িয়ে দিল ক্লাব প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্টঃ গুঞ্জন উঠেছে বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে বিক্রি করে দিচ্ছে পিএসজি। এরইমধ্যে শুরু হয়ে গেছে নানা আলোচনা, তখৃ-বিতর্ক। তবে এমন খবরে পানি ঢেলে দিলেন খোদ ক্লাব প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। তিনি জানিয়ে দিলেন, ২’হাজার ভাগ সত্য তারা পিএজিতেই থাকছে।
খেলাইফি জানান, উয়েফার ফিনানশিয়াল ফেয়ার প্লে (এফএফপি) আইনের কারণে আমাদের নেইমার অথবা কিলিয়ান এমবাপ্পেকে বিক্রি করতে হচ্ছে না।
লা পারসিয়ানে এক সাক্ষাৎকারে খেলাইফির কাছে জানতে চাওয়া হয় নেইমার ও এমবাপ্পে কী থাকছেন? জবাবে তিনি বলেন, ‘এটা শতভাগ নয়, ২’হাজার ভাগ সত্য। তারা প্যারিসেই থাকছে। বিশেষ করে ফ্রান্সেরই বেশ কয়েকটি গণমাধ্যম দাবী করছে আমাদের নেইমার ও কিলিয়ানকে বিক্রি করতে হচ্ছে। তবে আমি নিশ্চিত করে বলতে চাই তারা কোথাও যাচ্ছে না।’