সব

২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 24th February 2019at 11:33 am
75 Views

 

বিনোদন ডেস্কঃ এবার ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। এজন্য চলচ্চিত্র আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। আগামী ৭ মার্চ বিকেল পাঁচটার মধ্যে ২০১৭ ও ২০১৮ সালের চলচ্চিত্র জমা দেয়ার সুযোগ রয়েছে। আগ্রহীদের উন্নত প্রিন্টের ডিভিডি জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

এর আগে চলচ্চিত্র সেন্সর বোর্ড অফিস ও ওয়েবসাইট থেকে এর জন্য আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তবে চলচ্চিত্র জমা দেওয়ার কিছু শর্ত রয়েছে। এগুলো হল-

১. শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
২. আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদেরকে বিবেচনা করা হবে।

৩. যৌথ প্রযোজনার চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে। তবে সেই চলচ্চিত্রে বিদেশি শিল্পী-কলাকুশলীরা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।

৪. পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অবশ্যই ছবিটিকে সেন্সর সনদ পেতে হবে এবং বিবেচ্য বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হবে। স্বল্পদৈর্ঘ্য এবং প্রমাণ্যচিত্রের জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শনের বাধ্যবাধকতা না থাকলেও বিবেচ্য বছরে সেন্সর সনদ পেতে হবে।

৫. কাহিনীর ক্ষেত্রে দেশি বা বিদেশি লেখক/প্রকাশকের কপিরাইট বা অনুমতি নিয়ে নির্মিত চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবে।

৬. বিদেশি চলচ্চিত্রের কপিরাইট নিয়ে নির্মিত চলচ্চিত্র এবং রিমেক চলচ্চিত্রের কাহিনী পুরস্কারে বিবেচিত হবে না।


সর্বশেষ খবর