সব

গরু কমিশনের ‘ব্রান্ড অ্যাম্বাসেডর’ হেমা মালিনী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 24th February 2019at 11:45 am
74 Views

ভারতে গরু কমিশনের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন বলিউডের ড্রিম গার্লখ্যাত হেমা মালিনী। বিগত কয়েক বছর ধরে তিনি ভারতের রাজনীতির সঙ্গে সক্রিয় আছেন। বর্তমানে তিনি উত্তর প্রদেশের মাথুরা থেকে বিজেপির এমপি।

বিনোদন ডেস্কঃ গত মাসে ভারতে একটি গরু কমিশন (গাউ সেবা আয়োগ) গঠন করা হয়। গরু সংক্রান্ত নানা বিষয়ে পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে সংস্থাটির কাজ হবে গরু সংরক্ষণ, তাদের বসবাস সংক্রান্ত পরিবেশের উন্নয়নে খেয়াল করা।
খবর অনুযায়ী, হেমা মালিনীকে ইতোমধ্যে এ বিষয়ে লিখিত প্রস্তাব দেয়া হয়েছে। এমন প্রস্তাবের প্রেক্ষিতেতিনি বলেছেন, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, গরু যে একটি অতি উপকারি প্রাণি। তাই গরুর এর উন্নয়নে এবং গরু-জাত বিভিন্ন পণ্যের প্রচারণার জন্য কাজ করতে পারলে খুব খুশি হবেন।


সর্বশেষ খবর