চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বেড়িবাঁধের দুপাশের গাছ কেঁটে নিচ্ছেন ফরেষ্ট অফিসার- এলাকাবাসীর দাবী
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 24th February 2019at 2:33 pm
FILED AS: জেলা সংবাদ
53 Views
ফারহাদ রাজ ফাহিম রাজশাহী প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্বার তীরবর্তী বেরিবাধ সংলগ্ন পরিবেশ রহ্মার্থে যে, গাছগুলো লাগানো হয়েছে সরকারী ব্যাবস্থাপনায় দূর্যোগ মোকাবেলাকৃত, তার মধ্যে বেশ কিছু গাছ, কে বা কাহারা কেটে সাফ করার অভিযোগ করেছেন সাংবাদিক মহলে এলাকাবাসী।
ঘটনার সত্যতা পরিদর্শনে আমার বাংলা২৪ ও জাতীয় সাপ্তাহিক শেষ সংবাদ রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ২৩শে ফেব্রুয়ারী ২০১৯ইং শনিবার বিকেল পাঁচটায় ঘটনাস্থল পরিদর্শনে গেলে ঘটনার সত্যতা খোজে পেলে তার কিছু স্থির ছবী সংগ্রহ করে। প্রমাণ স্বরুপ তা নিম্নে সংযুক্ত করা হলো।
স্থানীয়রা নাম ঠিকানা প্রকাশ না করার স্বার্থে সাংবাদিক এর প্রশ্নের জবাবে বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার বিভিন্ন সড়কের পার্শে সড়ক ভাঙ্গন প্রতিরোধে গাছপালা ও বনাঞ্চল রহ্মার্থে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন। তবে কেনো বা কি স্বার্থে কিংবা কার প্রয়োজনের কেমন স্বার্থান্বেষণ এ, এসব গাছগুলো কেঁটে ফেলা হচ্ছে? এই জিবীত গাছগুলো রাস্তার দুই ধারের মাটিগুলো আকড়ে ধরে বেড়িবাঁধ কে ধরে রেখেছে। এগুলো এভাবে কেঁটে সাফ না করে রহ্মা করে দূর্যোগ মোকাবেলা করণার্থে সরকার সংশ্লিষ্ট স্থানীয় সরকার নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করা প্রয়োজন বলে জানিয়েছেন সাংবাদিক এর মাধ্যমে।
এবং যথোপযুক্ত দ্রুত কার্যকারী ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। না হলে ঐ বেড়িবাঁধ অল্প সময়ে ভাঙ্গনের কবলে বিলিন হতে পারে বলেও জানান তারা।
নাম প্রকাশ না করে কয়েকজন ব্যাক্তি জানান যে, ফরেষ্ট অফিসারের নির্দেশনায় গাছগুলো কেঁটে নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী খোব প্রকাশ করেছেন সংবাদ কর্মীর কাছে।