লাশ নেবেন না বাবা
স্টাফ রিপোর্টারঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় নিহত মো. পলাশ আহমেদের (২৩) লাশ নেবে না তার পরিবার।
এ বিষয়ে সোমবার সকালে নিহতের বাবা পিয়ার জাহান বলেন, ‘আমরা পলাশের লাশ নিতে যাবো না। যদি প্রসাশনের পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে গ্রহণ করবো।’
তিনি বলেন, ‘ঘটনার পর সোনারগাঁও থানার এক এসআই পলাশের ছবি দেখিয়ে পরিচয় নিশ্চিত হয়ে গেছেন। এছাড়া এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ করা হয়নি।’