সব

দোষীদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনা হবে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 25th February 2019at 3:47 pm
72 Views

 

অনলাইন ডেস্কঃ বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় দোষীদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার সকালে বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। পর্যায়ক্রমে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। এ ঘটনায় বিডিআর জওয়ানদের হাতে ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। সেইসঙ্গে প্রাণ হারান বেসামরিক ব্যক্তিসহ ৭৪ জন। পরে ঢাকার বাইরেও ছড়িয়ে পড়ে জওয়ানদের বিদ্রোহ। প্রতি বছরের ২৫
ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি দিবস পালিত হয়ে আসছে।


সর্বশেষ খবর