ইস্টার্ন ইউনিভার্সিটি ও জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চুক্তি
ডেস্ক রিপোর্টঃ ইস্টার্ন ইউনিভার্সিটি ও জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি গতকাল রোববার (২৪ ফেব্রুয়ারি, ২০১৯) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী ইস্টার্ন ইউনিভার্সিটির সব কর্মীকে জীবন বিমার আওতায় আনবে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স।
রাজধানীর ধানমন্ডিতে ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড রুমে এই চুক্তি সম্পাদনপত্র বিনিময় করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল, উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শেখ সাইদুর রহমান, ট্রেজারার এ এস মাহমুদ, বাণিজ্য অনুষদের ডিন ড. মো. আব্বাস আলী খান, উপদেষ্টা ড. এম ফরিদ আহমেদ, কলা অনুষদের ডিন অধ্যাপক কাশীনাথ রায় ও রেজিস্ট্রার আবুল বাশার খান এবং জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্সের এজিএম আনোয়ার হোসেইন সরকার ও এসইভিপি উম্মে হাসুনাত তোয়াফিয়া।