সব

বাংলাদেশ বিমান সৈয়দপুর রুটের ভাড়া কমল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd April 2016at 1:45 am
32 Views

1স্টাফ রিপোর্টারঃ সৈয়দপুর-ঢাকা রুটে ভাড়া কমিয়েছে বাংলাদেশ বিমান। শুক্রবার (১ এপ্রিল) থেকে তিন হাজার দুইশ’ টাকার পরিবর্তে দুই হাজার টাকায় মিলছে বিমানের সৈয়দপুর-ঢাকা রুটের টিকিট।
বিমান বাংলাদেশের ডিস্ট্রিক্ট ম্যানেজার আবু আহমেদ জানান, কম ভাড়ায় অভ্যন্তরীণ এই রুটে চলাচলের সুযোগ থাকছে ৩০ এপ্রিল পর্যন্ত।
তিনি আরও জানান, রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার তাদের ফ্লাইট ঢাকা থেকে বিকেল ৪টায় ছেড়ে সৈয়দপুরে ৪টা ৫০ মিনিটে পৌঁছাবে এবং সৈয়দপুর থেকে বিকেল ৫টা ২০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সোয়া ৬টায়। শনি, সোম ও বুধবার ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে সৈয়দপুরে পৌঁছাবে সকাল ৮টা ২৫ মিনিটে। আর সৈয়দপুর থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল পৌনে ১০টায়।

এদিকে, এই রুটে নভো এয়ার একটি কিনলে আরেকটি টিকিট ফ্রি অফার দিয়ে যাত্রা শুরু করেছে। এ কার্যক্রম চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ইউএস-বাংলা একই ভাড়ায় যাত্রীদের সুবিধার্থে নিজস্ব বাস সার্ভিস চালু রেখেছে। বাংলাদেশ বিমান প্রতিযোগিতায় টিকে থাকতে এই রুটে ভাড়া কমিয়ে এনেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


সর্বশেষ খবর