টঙ্গীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
আমার বাংলা ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন শেখ জানান, দুপুরে টঙ্গীর ভাদাম এলাকায় একটি পরিত্যক্ত ডোবায় দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ওই ডোবায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ডোবায় ফেলে গেছে। মরদেহের পরনে রয়েছে সাদা জিন্স প্যান্ট ও নেভি ব্লু রঙের শার্ট।