সব

কোটালীপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 28th February 2019at 9:13 pm
116 Views

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি- রনীআহম্মেদ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সাংবাদিকের মেয়েসহ ২টি শিশুরমৃত্যু হয়েছে।

আজ বেলা৩.২০মিনিটের সময়উপজেলারপশ্চিমপাড়গ্রামে এ ঘটনা ঘটে।

জানাযায়, দৈনিক চৌকস পত্রিকার প্রতিনিধি আবুল কালাম মৃধার মেয়ে ফাতেমা খানম(৪) এবং একই বাড়ীর ভাড়াটিয়া সুরেশ রায়ের মেয়ে কোহেলী (৪) মৃত্যুবরণ করে।

এলাকাবাসীর সূত্রে জানাযায়, বাড়ীর উত্তর পার্শ্বে ডোবার পার্শ্বে ফাতেমা ও কোহলী প্রতিদিনের মত খেলা করছিল, হঠাৎপথের পার্শ্বের লোকজন ফাতেমার লাশ ভাসতে দেখে বাড়ীতে খবর দিলে বাড়ীর লোকজন ছুটে এসে কোহেলীকেও দেখতে না পেয়ে একই জায়গায় তল্লাশী চালিয়ে অপর মেয়ে কোহলীর লাশ খুজে পায়। বেচে আছে ভেবে তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়ে দুটিকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ সময় ২টি পরিবারেরমাঝে শোকেরছায়া নেমেআসে। খবর পেয়ে প্রাক্তন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণবিশ্বাস ঘটনাস্থলে ছুটে আসেন এবং শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় কোটালীপাড়া থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।


সর্বশেষ খবর