হরিণাকুন্ডু চাঁদপুর গ্রাম থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 28th February 2019at 9:55 pm
FILED AS: জেলা সংবাদ
87 Views
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রাম থেকে মঙ্গলবার রাতে আসলাম হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার বিপুল হোসেন ওই গ্রামের নবিছদ্দিন জোয়ার্দ্দারের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুলকে গ্রেফতার করা হয়। এ মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি বলেন, ২৫ ফেব্রুয়ারি রাতে হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হকিমপুর গ্রামের আসলাম ম-লকে সেভেন গিয়ার ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা আটজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিপুল ওই মামলার এজাহারভুক্ত আসামি।