সব

প্রথমবার ব্রাজিল দলে ভিনিসিউস, বাদ নেইমার-মার্সেলো

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 1st March 2019at 12:07 pm
FILED AS: খেলা
69 Views

খেলাধুলা ডেস্কঃ রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্রাজিলের জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন উঠতি স্ট্রাইকার ভিনিসিউস জুনিয়র। চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে পারেনি ডিফেন্ডার দানি আলভেস। তিনিও দলে ফিরেছেন। তবে বাদ পড়েছেন ছন্দ হারিয়ে নিজেকে খুঁজে ফেরা রক্ষণ ভাগের মার্সেলো। দলে জায়গা হয়নি ইনজুরি আক্রান্ত নেইমারের। গত জানুয়ারিতে পায়ে চোট পেয়ে প্রায় আড়াই মাসের জন্য ছিটকে যান তিনি।

আগামী মাসে দুটি প্রীতি ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের এই দল ঘোষণা করেন ব্রাজিল কোচ তিতে। আগামী ২৩ মার্চ পানামা ও ২৬ মার্চ চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।
রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়ার পর ছয় ম্যাচ খেলে সবকটিতে জিতেছে ব্রাজিল।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারতন (পালমেইরাস)

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), দানি আলভেস (পিএসজি), দানিলো (ম্যানচেস্টার সিটি), এদের মিলিতাও (পোর্তো), ফিলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), চিয়াগো সিলভা (পিএসজি)

মিডফিল্ডার: আলান (নাপোলি), আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফেলিপে আন্দেরসন (ওয়েস্ট হ্যাম), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ফিলিপে কৌতিনিয়ো (বার্সেলোনা)

ফরোয়ার্ড: এভেরতন (গ্রেমিও), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)


সর্বশেষ খবর