‘ভারতীয় আগ্রাসন রুখে দিতে পাকিস্তানি সেনারা প্রস্তুত
আন্তজাতিক ডেস্কঃ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন, পূর্ব সীমান্তে পাকিস্তানি সেনাদেরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং তারা ভারতীয় আগ্রাসন রুখে দিতে প্রস্তুত।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেন আইএসপিআর’র মহাপরিচালক।
বিবৃতিতে তিনি বলেন, পূর্ব সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানি সেনাদেরকে নিয়ন্ত্রণ রেখা বরাবর উঁচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
পাকিস্তান বিমান ও নৌবাহিনীর কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সামরিক বাহিনীর দুটি বিভাগই সম্পূর্ণভাবে সতর্কাবস্থায় রয়েছে। ভারত যদি কোনো রকমের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে সেনারা তা নস্যাৎ করবে।
তিনি জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব ধরনের হামলা রুখে দিতে রাষ্ট্রীয় প্রস্তুতিতে রয়েছে।
কাশ্মীরে জঙ্গি হামলার জেরে সীমান্ত রেখা অতিক্রম করে পাকিস্তান ভূ-খণ্ডে হামলা চালায় ভারত। এতে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়।