সব

ভারতীয় পাইলট মুক্তি পাচ্ছেন আজ’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 1st March 2019at 12:15 pm
86 Views

আন্তজাতিক ডেস্কঃ ভারতীয় পাইলটকে আজ শুক্রবার মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পার্লামেন্টে যৌথ সেশনে এ কথা বলেন তিনি।

পার্লামেন্টের শুরুতেই বক্তব্য রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই প্রাথমিকভাবে শান্তি আলোচনায় যাওয়ার কথা বলেন ইমরান। বলেন, তিনি যুদ্ধ চান না। তারপরেই জানিয়ে দেন, শুক্রবার অভিনন্দনকে ছেড়ে দেয়া হবে।
গত বুধবার কাশ্মীরে আকাশ সীমানা লঙ্ঘন করায় ভারতের দুইটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সেনাবাহিনী। এর মধ্যে একটি বিমান কাশ্মীরে ভারত সীমান্তে পড়লেও অপরটি পড়ে পাকিস্তানের মধ্যে। ওই বিমানে থাকা পাইলটকে আটক করা হয়। পরে তার একটি ভিডিও প্রকাশ করা হয়।


সর্বশেষ খবর