বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালন
মোঃ রবিউল ইসলাম, বিরামপুর (দিনাজপুর): ‘ভোটার হব, ভোট দেব’ এই প্রতিপাদ্যে প্রথম বারের ন্যায় গতকাল শুক্রবার, ১ মার্চ সারা দেশের সাথে দিনাজপুরের বিরামপুরে একযোগে পালন করা হলো জাতীয় ভোটার দিবস-২০১৯।
দিবসটি উপলক্ষে এদিন সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক র্যালীর আয়োজন করা হয়। র্যালী শেষে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা, বিরামপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ অদৈত কুমার, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমূখ।