সব

এপ্রিলেই বিয়ে করছেন অর্জুন-মালাইকা।

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 2nd March 2019at 12:04 pm
79 Views

বিনোদন ডেস্কঃ বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। আজকাল প্রায় সবসময়ই তাঁদেরকে একসঙ্গেই ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এমনকি সম্প্রতি আকাশ আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে একসঙ্গে সুইজারল্যান্ডেও গিয়েছিলেন অর্জুন-মালাইকা।

এবার শোনা যাচ্ছে অর্জুন-মালাইকা নিজেরাও বিয়েটা সেরেই ফেলতে চলেছেন। সূত্র বলছে, আগামী মাসে অর্থাৎ এপ্রিলেই বিয়েটা সেরে ফেলবেন অর্জুন-মালাইকা। কোন একটি গীর্জায় গিয়ে খ্রিস্ট রীতিতেই নাকি বিয়ে সারতে চলেছেন তাঁরা।
প্রসঙ্গত মালাইকা অরোরার বোন অমৃতা অরোরাও শাকিল লাদাকও খ্রিস্ট রীতিতেই বিয়ে সেরেছিলেন। এমনকি অমৃতা প্রথমবার আরবাজের সঙ্গেও খ্রিস্ট রীতিতেই বিয়ে সেরেছিলেন।


সর্বশেষ খবর