ভারতের রাষ্ট্রীয় সম্মাননা লাভে ছায়ানটের বিশেষ আয়োজন।
বিনোদন ডেস্কঃ ছায়ানট ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি’ অর্জন করায় অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান।
শুক্রবার ছায়ানট মিলনায়তনের এ আয়োজনে সম্মাননার পটভূমি বর্ণনা করে সবাইকে স্বাগত জানান ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী।
বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ভারত সরকারের সম্মাননা অর্জনে দেশটির পক্ষ থেকে তাদের অনুভূতি ব্যক্ত করেন ঢাকাস্থ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী।
আয়োজনে নয়া দিল্লিতে আয়োজিত ভারতের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগদানের অনুভূতির কথা জানান ছায়ানটের সহ-সভাপতি আবুল হাসনাত। এছাড়া দিল্লি-অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দিল্লির প্রবাসী ভারতীয় কেন্দ্রে ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের হাতে ‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমোনি’ সম্মাননা তুলে দেন। ২০১১ খ্রিষ্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকের পর ২০১২ সালে এ পুরস্কার প্রবর্তন করে ভারত সরকার। প্রথম দু’বছর সম্মানিত করা হয় পণ্ডিত রবি শঙ্কর এবং সঙ্গীতজ্ঞ জুবিন মেহতাকে। এরপর সংস্কৃতি অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালের আন্তর্জাতিক সম্মাননার জন্য নির্বাচিত হয় ছায়ানট।