তৃতীয় দিন শেষে ৩০৭ রানে পিছিয়ে টাইগাররা
খেলাধুলা ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৭১৫ রানের পাহাড়সম রানের জবাবে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এর আগে, তামিম ইকবালের সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ২৩৪ রান সংগ্রহ করে মাহমুদুল্লাহ বাহিনী। সবমিলিয়ে কিউইদের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৩০৭ রান পিছিয়ে বাংলাদেশ।
২১৭ রানে এগিয়ে থেকে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে স্বাগতিক নিউজিল্যান্ড। চা বিরতির আগে ৬ উইকেট হারিয়ে ৭১৫ রান করে স্বাগতিকরা। সর্বোচ্চ ২০০ রানে অপরাজিত থাকে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন্স। এছাড়া সেঞ্চুরি পান দুই ওপেনার টম লাথাম ও জিট রাভাল। সৌম্য সরকার ও মিরাজ দুটি করে এবং এবাদাত হোসেন একটি উইকেট নেন।
তবে, কিউইদের বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও খারাপ করেনি টাইগাররা। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৮৮ রান যোগ করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাদমান ইসলাম। কিন্তু ৩৭ রানে সাদমান ফিরতেই ওই প্রান্ত থেকে একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অন্য প্রান্তে প্রথম ইনিংসেন মতো একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন তামিম। মনে হচ্ছিলো, ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি তুলে নেবেন এই ড্যাশিং ওপেনার। কিন্তু দলীয় ১২৬ রানে অদ্ভুত এক আউটের শিকার হয়ে তামিম ফেরেন ৮৬ বলে ৭৪ রান করে। অবশ্য তামিমের আউটের পর আর কোনো বিপদ হতে দেননি সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। তৃতীয় দিন শেষে সৌম্য ৩৯ এবং মাহমুদুল্লাহ ১৫ রান অপরাজিত।