বিশ্বকাপ লড়াই; আইসিসি বৈঠকে যা জানতে চাইবে ভারত-পাকিস্তান
খেলাধুলা ডেস্কঃ কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। দুই দেশের জনগণের মাঝেই ‘যুদ্ধ’ আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। এতে উত্তেজনার পারদ বেড়ে যায় কয়েকগুণ।
এদিকে আসছে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। ১৬ জুন ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা পাকিস্তান-ভারত মহারণ। তবে এমন পরিস্থিতিতে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে ভারত। এ লক্ষে তোড়জোড় শুরু করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে এর প্রেক্ষিতে পাল্টা পরিকল্পনাও রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
দুবাইয়ে চলমান শুক্রবার প্রথম বৈঠক আইসিসি সভায় দুই বোর্ডই নিজেদের স্বপক্ষে সমর্থন আদায়ে চেষ্টা করেছে। আজ বসছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী কমিটি।
বৈঠকে ভারতের প্রতিনিধি অমিতাভ চৌধুরী ও রাহুল জোহরি। ধারনা করা হচ্ছে বৈঠকের ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি করতে পারেন তারা। এমনকি পাকিস্তানকে একঘরে করার দাবিও তুলতে পারে। এছাড়া খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে ভারত।
অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) পাল্টা ছক কষেছেন। এই বোর্ডের প্রতিনিধি এহসান মানি, ওয়াসিম খান ও সুবহান আমেদ। তারা জানিয়েছেন, ভারত ম্যাচ বয়কট করলে আপত্তি নেই তাদের। ওয়াকওভার পেলেওসমস্যা নেই। এছাড়া নকআউটে ম্যাচ পড়লে কী করবে ইন্ডিয়া? এসব জানতে চাইবে পাকিস্তান।