সব

কাদেরকে দেখতে হাসপাতালে বিএনপির শীর্ষ নেতারা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 3rd March 2019at 11:05 pm
81 Views

 

অনলাইন ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা।

আজ রবিবার রাত ৯টা ৫০ মিনিট নাগাদ তার হাসপাতালে পৌঁছান।

এর আগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলাম ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. মঈন খান, নজরুল ইসলাম খানসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতা সেখানে যাবেন।

আজ রবিবার ভোর ৬ টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৭টায় তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। প্রথমে তাকে আইসিইউতে নেওয়া হলেও বর্তমানে সিসিইউতে রাখা হয়েছে।


সর্বশেষ খবর